Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision & Mission

ভিশন : সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এই ভিশনের মধ্যে রয়েছে শিক্ষার সার্বজনীনতা, মানোন্নয়ন, সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। এর লক্ষ্য হলো প্রতিটি শিশুকে জ্ঞান, দক্ষতা এবং নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করা, যাতে তারা সমাজের কার্যকর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।


মিশন : প্রাথমিক শিক্ষার মিশন হলো সকল শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এর মধ্যে রয়েছে:

* প্রতিটি শিশুকে স্কুলমুখী করা: স্কুলে ভর্তি এবং উপস্থিতি নিশ্চিত করা।

* মানসম্পন্ন শিক্ষা প্রদান :  প্রশিক্ষিত শিক্ষক, উপযুক্ত শিক্ষা উপকরণ এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে শিক্ষার মান উন্নত করা।

* সমতা ও অন্তর্ভুক্তি : শিক্ষার সুযোগ সবার জন্য সমানভাবে নিশ্চিত করা, বিশেষ করে পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।

* অবকাঠামো উন্নয়ন : পর্যাপ্ত এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো নিশ্চিত করা।

* পাঠক্রম ও পাঠ্যসূচির উন্নয়ন : যুগোপযোগী এবং প্রাসঙ্গিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করা।

* উপবৃত্তি প্রদান : প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীকে উপবৃত্তি পদ্রানের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও ভর্তি হার বৃদ্ধি, শিক্ষার্থী এবং তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহায়তা করা, ড্রপআউট হ্রাস করা, শিক্ষার মান উন্নয়ন, সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষা নিশ্চিত করা, মেয়েদের শিক্ষা বৃদ্ধি করা, শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করা ইত্যাদি।

* শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়ন : শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করা।